ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এবার ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলায় সবজি রফতানি শুরু হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) তৃতীয় ধাপে গিয়েছে পাঁচ টন সবজি। এদিন দুপুরে বিভিন্ন সবজি বোঝাই একটি ট্রাক স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথমবারের মতো সবজি রফতানি শুরু হয় ভারতে। এরপর বুধবার পর্যন্ত তিন ধাপে মোট ১৫ টন সবজি রফতানি হয়েছে। প্রতি টন সবজি রফতানি হচ্ছে ৪০০ মার্কিন ডলারে। রফতানিকৃত সবজির মধ্যে আছে কচুর লতি, গাজর, পেঁয়াজ পাতা এবং উস্তা।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো: নাসির উদ্দিন সবজিগুলো রফতানি করেছেন। তিনি মোট ২০ টন সবজি রফতানি করবেন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়।
নাসির উদ্দিন জানান, আখাউড়া স্থল বন্দর দিয়ে আগে থেকেই সবজি রফতানির অনুমতি ছিল। আমরা দীর্ঘদিন ধরে সবজি রফতানির জন্য আগরতলার ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছিলাম। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষামূলকভাবে ২০ টন সবজি রফতানি হচ্ছে। আশা করছি অন্য পণ্যের মতোই নিয়মিত সবজি রফতানি হবে।
এই ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মো: সামাউল ইসলাম জানান, নিয়মিত রফতানি হলে বন্দর কর্তৃপক্ষের রাজস্ব বাড়বে এবং সরকারও বৈদেশিক মুদ্রা পাবে। তবে এবার রফতানি বাণিজ্যের তালিকায় নতুন করে সবজি যুক্ত হয়েছে বলে জানান তিনি।
সূত্র : বাসস
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha