আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১:০৫ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৬:৫৯ পি.এম
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের বিকল্প নেই
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোন বিকল্প নেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মহিলা আসনের সদস্য রুমানা আলীর লিখিত প্রশ্নের জাবাবে এ কথা বলেন তিনি।
এসময় গত ৭ মাসে ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোন বিকল্প নেই। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও ২০২০-২০২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ এবং ২০২১-২০২২ অর্থবছরে ২১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha