ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মিতালী বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। এ নির্বাচনে সাবেক ইউপি সদস্য শাহনুর বিশ্বাস ও আহসান হাবিবের দেওয়া প্যালেন বিজয়ী হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, মিতালী বিদ্যা নিকেতনে ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নাছিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পুরুষ অভিভাবক সদস্যর মধ্যে মোঃ দেলোয়ার হোসেন ১৪০ ভোট পেয়ে প্রথম হয়েছেন, মোঃ রকিব তালুকদার ১৩৭ভোট, মোঃ মাসুদ বিশ্বাস ১৩৬ ভোট ও মোছরুল তালুকদার ১২৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাঃ নভেলা বেগম পেয়েছেন ২৭ভোট, বেলায়েত মাতুব্বর ২৩ ভোট, মোঃ ইউনুচ আলী পেয়েছেন ১৭ ভোট।এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোসাঃ নাছিমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
|
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বলেন, মিতালী বিদ্যা নিকেতনে মোট ভোটার সংখ্যা রয়েছে ২২২জন এর মধ্যে ১৬৬জন ভোট প্রয়োগ করেন। সুষ্ঠ ও অবাধ পরিবেশের মধ্যেদিয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহন। এনির্বাচনে ৭জন অভিভাবক সদস্য অংশ নেয়। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে ৪জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।