ঝিনাইদহে গ্রাম্য শালিসকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক ইমরান হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছে। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়।
পুলিশ জানায়, গত শনিবার সদর উপজেলার পাকা গ্রামে দুই শিশুকে নিয়ে দ্বন্দের জেরে একটি শালিস বৈঠক হয়। সেসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতান্ডা শুরু হয়। এক পর্ষায়ে প্রতিপক্ষগ্রুপের লোকজন ওই গ্রামের ইমরান হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে।
সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ফরিদপুর ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আবস্থায় আজ সকালে সে মারা যায়।
এদিকে এ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উদ্ধার করে লুট হওয়া গরু।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫