কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুলতান উল আলম লিংকন (৩৫) নামের এক দর্জি দোকান ব্যবসায়ী খুন হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুলতান মোশাররফপুর এলাকার আবদুর রশিদের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় আবদুর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
স্থানীয়দের বরাতে পরিদর্শক রাকিবুল হাসান বলেন, একই এলাকার করিম বক্সের ছেলে শাহিন মল্লিক ও রাজ্জাক মল্লিকসহ তাদের অনুসারীদের সঙ্গে লিংকনের দ্বন্দ চলছিল। ২/৩ আগে লিংকনের প্রতিবেশী এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে তাদের মধ্যে দ্বন্দ আরও বেড়ে যায়।
এর জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। প্রতিপক্ষের ছুরিকাঘাতে সুলতান জখম হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha