অবৈধ সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ঘোষনা দিতে ক্ষমতাসীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন
বাংলাদেশ’র যুগ্ন মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি শনিবার বেলা ৪টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
তিনি আরো বলেন,বর্তমান সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে।অথচ তারা মুখে গনতন্ত্রের কথা বলছে।এ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো হাস্যরসে
পরিণত হয়েছে।বর্তমান ক্ষমতাসীন সরকার একের পর এক ইতিহাস বিকৃত করে চলেছে।দেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে।অবিলম্বে মানুষ হত্যাসহ
প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহবান জানান তিনি।
মো:আইয়ুব হোসেন মিনার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: শোয়াইব হোসাইন,কেন্দ্রীয়
শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো: জান্নাতুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ডাক্তার মো: নাসির উদ্দিন, আব্দুর রউফ ওরফে খোকন হুজুর, মুফতি সাজিদুর রহমান,মাওলানা আখতারুজ্জামান আজাদী,মাওলানা ওমর ফারুক,মাওলানা মো: আব্বাস আলী,মাওলানা কাজী মো: নুরন্নবী,মাওলানা আজিজুল হক,মো: ওবায়দুল্লাহ প্রমূখ।
সম্মেলন শেষে মাওলানা মোহাম্মদ খায়রুজ্জামানকে সভাপতি এবং ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিনকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র জেলা কমিটি এবং মো: ওমর ফারুককে সভাপতি ও মো: আব্বাস আলীকে সেক্রেটারি করে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটি ঘোষনা করা হয়।সম্মেলন শেষে বিতর্কিত
পাঠ্যবই বাতিল করে সঠিক ইতিহাস সন্নিবেশিত করে নতুনভাবে বই তৈরির দাবি জানিয়ে শহরের পুরাতন টার্মিনাল থেকে মিছিল বের হয়ে রুপগঞ্জ মুচিরপোল
ষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।