ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তেমনি আপনাদের ভোটে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
২ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধায় একটি সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও একইদিন দুপুরে উপজেলার চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় ও বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নিক্সন চৌধুরী বলেন বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কান্ডারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তাঘাট, ব্রীজ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দীর সহ সকল সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের সিমানা প্রাচির সহ সার্বিক উন্নয়নে সহযেগিতা করার আস্বাস দিয়ে নিক্সন চৌধুরী আরও বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের এই অভুতপূর্ব উন্নয়ন সম্ভব হচ্ছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বড় বড় ভবন নির্মান হচ্ছে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতিকে একটি উন্নয়নশীল দেশ উপহার দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ এ.কে.এম খায়রুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোরাদ হোসেন, দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এছাড়া একইদিন তিনি চরভদ্রাসন সরকারি কলেজের পাকা রাস্তা হইতে হাবিব মোল্লার বাড়ি পর্যন্ত ৬৭লক্ষ ৩০ হাজার টাকা ব্যায়ে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে সড়ক (এইচবিবি) করন কাজের ফলক উন্মোচন শেষে এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী এ.কে.এম খায়রুল বাসার এর পিতা মরহুম মোঃ লুৎফর রহমান ও চর ঝাউকান্দা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান মৃধার পিতা বজলুর রহমান মৃধার কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন নিক্সন চৌধুরী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha