সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১টায় নড়াইল পুলিশ লাইন্স প্রাঙ্গনে নিয়োগ ডিউটি সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্রিফিং করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, আগামী ০৫ ফেব্রুয়ারি ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। আমরা নিরপেক্ষভাবে সবচেয়ে যোগ্য, মেধাবী ও সেরা প্রার্থীদের নির্বাচন করব।
তিনি আরো বলেন, স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আধুনিক, জনবান্ধব ও সেবাধর্মী পুলিশি ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে দক্ষ, সাহসী ও চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম জনবল নিয়োগ করা হবে। এ সময় তিনি নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত নির্দেশনাসমূহ বুঝিয়ে দেন এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন নির্দেশনা ও সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় নিয়োগ ডিউটি সংশ্লিষ্ট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha