মাগুরায় র্যাব-৬ এর অভিযানে চাঞ্চল্যকর মাসুদ শেখ হত্যা মামলার প্রধান আসামী জামাল মোল্যা(৪৫) গ্রেফতার।বুধবার (পহেলা ফেব্রুয়ারী ২০২৩) ভোররাতে ঢাকার গাজীপুর কোনাবাড়ি এলাকা থেকে যশোর র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।সে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুশা ইছাপুর গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান।
বুধবার বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুশা ইছাপুর এলাকার ভিকটিম মাসুদ শেখের সাথে গ্রেফতার হওয়া জামাল মোল্যার সাথে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ ছিলো।
এক পর্যায়ে গত ৭ই জানুয়ারী ২০২৩ তারিখ মাসুদ শেখ মাগুরা থেকে বাড়ি ফেরার পথে মাগুরা জেলার শ্রীপুর থানা গয়েশপুর ইউনিয়নের কুশা ইছাপুর গ্রামে পৌছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা আসামীরা ভিকটিমকে গুরুতর জখম করে। আসামীরা ধারালো দা দ্বারা শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ভিকটিমকে হত্যা করে। পরের দিন ভিকটিমের বাবা কাসেদ আলি শেখ বাদী হয়ে মাগুরার শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি চাঞ্চল্যেকর হওয়ায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘাতক জামাল মোল্যাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে মাগুরার শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha