আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ২:১৮ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৬, ২০২১, ১১:৫০ পি.এম
পূর্ব শত্রুতার জেরে নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে নড়াইল সদরের শিংগা বাজারে সাবু মোল্যা(৩২) নামের এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। তার বাড়ি কোমখালি গ্রামে। সে ঐ গ্রামের শফির উদ্দিন মোল্যার ছেলে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে আসে সাবু মোল্যা।
সেখানে কিছুক্ষণ থাকার পরে বাড়ি ফেরার পথে সিংগার চর নামক স্থানে পৌঁছালে অতর্কিতভাবে কয়েকজন এলোপাথাড়ি কোপায়। মারাত্নক জখম অবস্থায় সদর হাসপাতালে আনার কিছুক্ষন পরেই সে মারা যায়। তার মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপের আঘাত আছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার কিছুক্ষন পরে মারা যায় বলে জানান নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.শামস।সাবু মোল্যার পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের বাদশা, ইকবাল, সোহেল, আলামিনসহ কয়েকজন দুর্বৃত্ত সাবুকে কুপিয়ে হত্যা করে। নড়াইল সদর থানার ওসি মো.ইলিয়াস হোসেন জানান,ঘটনাটি তদন্তে পুলিশের কয়েকটি টিম কাজ করছে,আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha