ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল বঙ্গবন্ধুর নামে করায় আলফাডাঙ্গাতে আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকালে পৌর আ’লীগ সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমানের নেতৃত্বে আলফাডাঙ্গা সদর বাজারে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন হয়ে ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ফরিদপুর’ নামকরণ হওয়াতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার যুবলীগ ও ছাত্রলীগ আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তৈকির আহম্মেদ ডালিম, জেলা ছাত্রলীগ সহসভাপতি কাজী কাউছার টিটো, জেলা যুবলীগ সদস্য কামরুজ্জামান কদর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শাহরিয়া নাজিম শাওন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।