শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ৩০ জানুয়ারি বেলা ১০ টার সময় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় শ্রেণী কক্ষে মাগুরা সদর উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, কারিগরী প্রতিষ্ঠান প্রধান এবং গ্রন্থাগারের দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) উপস্থিত ছিলেন।
স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম।
কর্মশালায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হাসান, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ার্দ্দার, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রভাষক ইমরান নাজির, মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুর্বনা বিশ্বাস।
কর্মশালার রিসোর্স পারসন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার প্রদীপ কুমার পাল বক্তব্য বলেন কর্মশালার উদ্দেশ্য কি, কর্মশালার উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য কি, বইপড়ার গুরুত্ব নিয়ে আলোচনা, কর্মসূচির বিভিন্ন বইয়ের নামসমূহ আলোচনা, কর্মসূচির বাস্তবায়ন পক্রিয়া কি, শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন ও সদস্য সংগ্রহের নিয়ম, সংগঠক নির্বাচন ও সম্মানি প্রদান বিষয়ে, সংগঠক প্রশিক্ষণ বিষয়ে, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ ও পাঠক বা সদস্য নির্বাচন প্রসঙ্গে, সদস্য অন্তর্ভুক্তি করা, সদস্যদের মধ্যে বই বিতরণ বা পড়ানোর নিয়ম, কর্মসূচি পরিদর্শন-মনিটরিং-সুপারভিশন ও অন্যান্য বিষয়, পাঠক মূল্যায়ন ও পুরস্কার বিতরণ বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিটরিং অফিসার পাঠাভ্যাস উন্নয়ন সাইদুল কবির। বিশ্বসাহিত্য কেন্দ্র উদ্বুদ্ধকরণ কর্মশালায় অংশ গ্রহণে যোগদান করে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক বৃন্দগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha