ফরিদপুরের আলফাডাঙ্গা বানা ইউনিয়নের আড়পাড়া এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে তিতাস মোল্যা নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক এ আদালত পরচালনা করেন।
জানা যায়, উপজেলার আড়পাড়া এলাকার তিতাস মোল্যা খননযন্ত্র দিয়ে তিন ফসলি কৃষি জমি ১৫-২০ ফুট গর্ত করে মাটি কাটছিলেন। ফলে পাশের জমির মাটি ভেঙে যাচ্ছে। তাই পাশ্ববর্তী জমির মালিক আমিনুল ইসলাম বাধ্য হয়ে নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে জমির মালিক তিতাস মোল্যাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও রফিকুল হক বলেন, কোনোভাবেই ফসলি জমির মাটি কেটে নিতে দেওয়া যাবে না। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
|
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫