নানা অনিয়মের অভিযোগে বোয়ালমারীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ষাট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।
তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো; বোয়ালমারী পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত কোহিনুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, আল আমিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ডায়াগনস্টিক ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সাথে প্রতারণা করে আসছে; এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, সেবার মূল্য তালিকা না থাকা, পরিক্ষার পরিচ্ছন্ন না থাকা, বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণ না করা, এবং রোগীদের পরিপত্রের ডকুমেন্ট না রাখা সহ নানা ধরণের অনিয়মের কারণে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে ২৬৯ ধারায়, অপরাধের ধরন অনুযায়ী প্রকার ভেদে জরিমানা করা হয়।
|
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, নিয়মের বাইরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কারার কারণে তাদের জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা প্রতিষ্ঠান গুলোকে এক মাসের মধ্যে সকল প্রকার অনিয়ম সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে। এর পর থেকে নিয়মের বাইরে কেউ ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে তাদের প্রতিষ্ঠানকে সিলগালা করা হবে। এমন অভিযান প্রতিনিয়ত পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha