মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমপাশে মালিকগ্রাম বটতলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত অবস্থায় উদ্ধার করেছে পথচারীরা। শনিবার ২৯ জানুয়ারি অনুমান বেলা ৯.৩০ টার সময় মালিকগ্রাম বটতলা মোড়ে এই মমান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম জানান মোটরসাইকেল চালক শামীম শেখ (২৫) বিনোদপুর হতে ৩ জন আরোহী নিয়ে মাগুরা যাওয়ার পথে বটতলার মোড়ে নিশিন্তপুর গ্রামের রাস্তা দিয়ে আসা নারায়ণপুর হাফিজিয়া মাদ্রাসার ২ ছাত্র রাকিবুল (১২) ও সজীব (১৩) বাইসাইকেল যোগে মোড় ঘুরে বিনোদপুরের দিকে আসার পথে দ্রুত গতি মোটরবাইকের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের পরমেশ্বরপুর গ্রামের মোটরসাইকেল চালক কিবির শেখের ছেলে শামীম শেখ (২৫) নিহত ও নারায়ণপুর হাফিজিয়া মাদ্রাসার ২ ছাত্র নারায়ণপুর গ্রামের জিকুল শেখের ছেলে রাকিবুল শেখ (১২) ও বিনোদপুর ইউনিয়নের বাতুয়াডাঙ্গা গ্রামের টোকন মোল্লার ছেলে সজীব মোল্লা (১৩) মারাত্মক ভাবে আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনায় রাকিবুল শেখের কোমর এবং সজীব মোল্লার পা ভেঙ্গে যায়।
সজীবের ফুফু রেক্সনা খাতুন বলেন মাদ্রাসার হুজুর মুকুল হাসান (২৫) সকালে চাল উঠানোর জন্য ছেলে ২ জনকে বাইসাইকেল যোগে নিশিন্তপুর গ্রামে পাঠিয়েছিলো চাল নিয়ে ফেরার পথে এই দূর্ঘটনা। ঘটনার এ বিষয়ে চৌবাড়িয়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে মাদ্রাসার হুজুর মুকুল হাসান বলেন ১১ ফেব্রুয়ারীতে মাহফিলের অনুষ্ঠানের পোস্টার প্রচার করতে তাদেরকে পাঠানো হয়ে ছিলো। আহত মাদ্রাসার ছাত্র রাকিবুল শেখ জানাই চাল সংগ্রহের জন্য হুজুর মুকুল হাসান তাদের দুজনকে জোর করে পাঠিয়ে ছিলো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha