ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার একটি কম্পিউটারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সাব রেজিষ্ট্রার অফিস সংলগ্ন ফ্রেন্ডস কম্পিউটার এন্ড ফটোকপি দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আলফাডাঙ্গা পৌরসভার কুশুমদী গ্রামে মৃত্যু আশরাফ মোল্লার ছেলে কলেজ ছাত্র মো.মিলন মোল্লা তার মায়ের নামে এনজিও থেকে ঋণ নিয়ে সদরে সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন হাসু হাজীর মার্কেটে ফেন্ডস কম্পিউটার এন্ড ফটোকপির দোকান দিয়ে চলছিল সংসার।
শনিবার গভীর রাতে চোরের দল দোকানের তালা ভেঙে ভিতরে থাকা মালামাল চুরি করে নিয়ে যায়। ভোর বেলা পাশ্ববর্তী দোকানদারের ফোনের মাধ্যেমে তাদের দোকন চুরির ঘটনা জানান। মিলনের মা বিলাপ করতে করতে বলেন ঋণের টাকায় দোকান করেছি এখন আমাদের কি হবে।
আমাদের সংসার এখন কি ভাবে চলবে। শনিবার রাতে দোকান থেকে একটি ফটোকপি মেশিন, দুইটি কম্পিউটার, একটি প্রিন্টার, লেমিনেশন মেশিন, স্ক্যানার ও নগতটাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, সকালে চুরির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে লিখিত অভিযোগ পেয়েছি, চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।