ঝালকাঠির নলছিটিতে শিক্ষাক্রম-২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এই পাঠ্যক্রম প্রণয়নের সাথে জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(২৬জানুয়ারী) সকাল ১০টায় নলছিটি বিজয় উল্লাস চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মো.ইব্রাহিম খলিল, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস মল্লিক,উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি ইসা আল মারুফ, উপজেলা যুব আন্দোলনের দপ্তর সম্পাদক কাওসার উল্লাহ প্রমুখ। বক্তারা এই বিতর্কিত পাঠ্যক্রম অতিদ্রুত সংস্কারের দাবি জানান।
অন্যথায় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম ঘোষিত যে কোন কঠোর কর্মসূচিতে নলছিটি উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারন জনতার অংশগ্রহনের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে বলে হুশিয়ারি দেন। এরপর নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে একটি স্বারকলিপি পেশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।