ফরিদপুরের আলফাডাঙ্গায় বোরো চাষের ভরা মৌসুমে স্যালো মেশিন চুরি ঘটনায় ভূক্তভোগী চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। গত ১৫ ডিসেম্বর রোববারে রাতেআলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ মাঠ থেকে স্যালো মেশিনটি চুরি হয়ে যায়।
চুরির ঘটনায় মিরাজ মোল্যা বাদি হয়ে পরদিন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মিরাজ মোল্যা জানান, নিজের জমি ছাড়া মেশিনের আওতায় অন্তত ৮-১০ বিঘা বোরো ধানের চাষ হচ্ছে।অভাবের সংসার ধান ক্ষেতের ব্যয় মিটাতে যখন হিমশীম খেতে হচ্ছে। ঠিক সেই সময়ে স্যালো মেশিন চুরি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। অনেক কষ্টে ধার দেনা করে মেশিন কিনে জমিতে ধান আবাদ শুরু করেছি।মেশিন চুরি হওয়ার পর থেকে ক্ষেতে পানি দিতে পারছি না। জমিতে পানি কমে যাচ্ছে সময় মতো পানি না দিতে পারলে সব ধান গাছ নষ্ট হয়ে যাবে।
বুড়াইচ গ্রামের কৃষক দেলোয়ার খা জানান, আমার ওই মেশিনের আওতায় তিন বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি, মেশিন চুরি হওয়াতে পানি না থাকায় ক্ষেত শুকিয়ে যাচ্ছে। আর কিছু দিনের মধ্যে পানি না দিতে পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
লিখিত অভিযোগের বিষয়ে সতত্যা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি মো.আবু তাহের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha