আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১১, ২০২১, ২:৪৬ পি.এম
নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো সাকিবের
নড়াইলে হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে গেলো দশম শ্রেনীর ছাত্র ইজিবাইক চালক সাকিবের। চেতনা নাশক প্রয়োগে অচেতন করে বুধবার বিকেলে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকায় তার ইজিবাইকটি ছিনিয়ে নিলো যাত্রিবেশী দুর্বৃত্তরা।কড়ামাত্রার চেতনা নাশকের প্রভাবে মুুমূর্ষু ঐ কিশোর নড়াইল সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
পুলিশও ভূক্তভোগীর স্বজনরা জানায়, সাকিব কালিয়া উপজেলার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। করোনার প্রভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের হতদরিদ্র পরিবারে একটু স্বচ্ছলতা আনতে ভাড়ায় ইজিবাইক নিয়ে সে রাস্তায় নামে।
প্রতিদিনের মতো সে ঘটনার দিন বুধবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বেলা ৪টার দিকে লোহাগড়া উপজেলার এড়েন্দা এলাকার একটি নির্জন রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারিরা চেতনা নাশক প্রয়োগ করে তাকে অচেতন করে ফেলে রেখে যায় এবং তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে স্বজনরা গিয়ে সজ্ঞাহীন সাকিবকে উদ্ধার করে নড়াইল সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করে।সেখানেই তার চিকিৎসা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha