ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় গতকাল শুক্রবার সকালে আট বছরের এক শিশু ছাত্র বলাৎকারের শিকার ।
বলাৎকারের প্রতিবাদে এলাকাবাসি উক্ত মাদ্রাসা ভাংচুরে করে। উক্ত ধর্ষক নরপশু নাইমকে সদরপুর থানা পুলিশ আটক করেছে। এ ব্যাপারে সদরপুর থানায় ছাত্রর মা সেলিনা বেগম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করে।
জানাগেছে, ভাষানচর ইউনিয়নে ছৈজদ্দিন মোল্যার ডাঙ্গী গ্রামের সারোয়ার সরর্দারের ছেলে উক্ত মাদ্রাসায় মক্তবে পডুয়া ছাত্র একই মাদ্রাসার ছাত্র নাইম (১৬) কতৃক বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিক বার বলৎকার করে আসছিল।
ধর্ষক নাইমের বাড়ি নগরকান্দা উপজেলার বড় পাইগাছা গ্রামের বাবুর মৃধার পুত্র। সদরপুর থানা অফিসার ইনচার্জ এস এম তুহিন আলী বলেন, উক্ত ছাত্রকে মেডিকেল টেষ্টের জন্য ফরিদপুর ফরেন্সি বিভাগে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।