আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ৮:৩৩ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ২১, ২০২৩, ১:৩৭ পি.এম
বাংলাদেশের অবস্থা অনেক দেশের চাইতে ভালোঃ -লিয়াকত সিকদার
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিমকর্টের আইনজীবী এড. লিয়াকত হোসেন সিকদার বলেছেন, করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে সারাবিশ্বের অর্থনৈতিক অবস্থাই ক্ষতির শিকার। তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো।জনগণের জন্য মাত্র তিন ঘন্টা ঘুমিয়ে ১৮ ঘন্টা কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আজ দারিদ্র ক্লিষ্ট বাংলাদেশকে জনসম্পদে রুপান্তরিত করেছেন। সারাবিশ্বের বুকে বাংলাদেশ আজ উন্নয়নের মর্যাদা প্রতিষ্ঠিত । এই অর্জন ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
আজ শনিবার সকালে শীতবস্ত্র বিতরণকালে মধুখালী আখ চাষী কল্যাণ সমিতির সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত সিকদার একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় মধুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, পৌর আওয়ামী লীগ নেতা মির্জা আক্তারুজ্জামান খোকন, যুবলীগ নেতা শাহরিয়ার রনি প্রমুখ।
পরে তিনি বোয়ালমারী পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করেন। এসময় ফরিদপুরের মধুখালী ও বোয়ালমারীর দুইটি পৌরসভা ও ২০টি ইউনিয়নে প্রায় তিন হাজার কম্বল বিতরণ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha