ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জের ধরে ফরহাদ শেখ (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার বানা ইউনিয়নের রদ্রুবানা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতে বালাম কাজী ও তার তিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফরহাদের স্ত্রী ফাতেমা বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, উভয় পক্ষের সাথে বসত বাড়ির জমি নিয়ে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসচ্ছে। আগামী ২৩ জানুয়ারি সোমবার সৌদি যাবার জন্য ফরহাদ শেখের নির্ধারিত হয়েছে। এটা জানার পর বিদেশ যাওয়া ঠেকাতে বুধবার দুপুরে বালাম কাজীর নেতৃত্বে ফরদাহ শেখের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামরা চালানো হয়।
এসময় স্বামীকে মারধর করার সময় স্ত্রী ঠেকাতে গেলে তার ওপর হামলা চালানো হয়। বিকেলে আহত ফরহাদ শেখকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয় ফরহাদের কাছে বিদেশ যাওয়ার জন্য জমানো দুই লাখ টাকা ছিনিয়ে নেয় সেই সাথে স্ত্রীর গলায় এক ভরির স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নেয়।
বালাম কাজীর ছেলে নাগর কাজী জানান,‘তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ আছে। আমাদের জমি থেকে জোর করে গাছ কাটতে গেলে আমারা বাধা দেই। এ ঘটনায় সংঘর্ষ হয় তবে তাদের আমরা আহত করিনি এবং তাদের কাছ থেকে কোনো টাকা বা স্বর্ণের চেইন নেওয়া হয়নি। আমাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তারাই আমাদের আহত করে উল্টো হাসপাতালে ভর্তি হয়েছে।’
আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।