রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির ব্রজমূল বনগ্রামে শনিবার ১৩ ফেব্রুয়ারী সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড- বিআরডিবি’র আওতাধীন কৃষক সমবায় সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম বক্তব্য রাখেন।
তিনি বলেন, সমবায় হচ্ছে মিলেমিশে কাজ করা। সমবায় সমিতিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু আছে। চাহিদা অনুযায়ী সমিতির সদস্যগণ ঋণ নিতে পারেন না। ঋণের বরাদ্দ পর্যান্ত নয়। কিন্তু ইচ্ছা করলেই বরাদ্দ বৃদ্ধি করা সম্ভব নয়। সরকার চায় সাধারণ মানুষ কাবলিওয়ালাদের হাতে যেন না পড়েন। তাদের যেন অতিরিক্ত সুদ গুণতে না হয়। সমিতির কার্যক্রমে সঞ্চয় বৃদ্ধির গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, কালুখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ চাঁদ আলী, কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জীবন কুমার প্রামানিক, ব্রজমূল বনগ্রাম কৃষক সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার আবুল হোসেন মোল্লা ও চর পাতুরিয়া পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের ম্যানেজার আবুল কালাম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চর পাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হায়দার, কালুখালী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বিআরডিবি’র অবসরপ্রাপ্ত প্রধান সহকারী হারুন-অর-রশীদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ব্রজমূল বনগ্রাম কৃষক সমবায় সমিতি লিমিটেড, বি-বনগ্রাম কৃষক সমবায় সমিতি লিমিটেড, চর পাতুরিয়া পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেড ও কালুখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড যৌথভাবে এ উঠান বৈঠক অনুষ্ঠানের আয়োজন করে।
[caption id="attachment_3164" align="alignnone" width="1000"] কালুখালীর ব্রজমূল বনগ্রামে শনিবার সকালে বিআরডিবি’র কৃষক সমবায় সমিতির উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে ণিচ্ছেন।[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha