আজকের তারিখ : মে ১২, ২০২৫, ৬:১৮ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৯, ২০২৩, ৬:৫৪ পি.এম
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন পালন উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জনাব সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে আজ বিকেল পাঁচটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব একেএম কিবরিয়া স্বপন,যুগ্ম আহ্বায়ক জনাব আযম খান, এ্যাড. জনাব আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এএফএম কাইয়ূম জঙ্গি,সদস্য সচিব জনাব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি জনাব রাজীব হোসেন সহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ মরহুম জিয়াউর রহমানের জীবণ ও কর্ম নিয়ে আলোচনা করেন। এছাড়াও তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার নানাভাবে জিয়াউর রহমানের অবদান কে এ দেশ থেকে মুছে ফেলার হীন চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের এই চেষ্টা কোন দিনই সফল হবে না। তার যে স্বাধীনতার ঘোষণা ও দেশ গঠনে জিয়াউর রহমানের যে অবদান বাংলার মানুষ তা চিরদিন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে।
,
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha