কুষ্টিয়ায় কিশোর হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন পাঁচ আসামি।
দণ্ডিতরা হলেন- জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের আব্দুল মতলেব আলীর ছেলে আব্দুল্লাহ, বাদশা আলীর ছেলে রুবেল, মকছেদ আলীর ছেলে কাশেম, ফকির চাঁদের ছেলে রুহুল আমিন, আফসার আলীর ছেলে নজরুল ও ফরিদ। এর মধ্যে পান্টি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন রুহুল।
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ১৩ এপ্রিল সকাল ৮টার দিকে শত্রুতার জেরে পান্টি গ্রামের চেয়ারম্যানপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মঞ্জুকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা।
এরপর তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন। এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় খালাস পেয়েছেন ২৯ জন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।