রাজবাড়ী জেলার পাংশা মহিলা কলেজে বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি সকালে শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় করেছেন কলেজ জিবি’র সভাপতি ও স্বাচিপ সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান।
তিনি বলেন, জাতি শিক্ষকদের নিকট থেকে মানবিক ও শিক্ষকসুলভ আচরণ আশা করে। মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভ‚মিকা অপরিসীম। তিনি প্রত্যেক শিক্ষককে কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জনের গুরুত্বারোপ করে বলেন, কলেজে কম্পিউটার ল্যাব রয়েছে।
যাদের ঘাটতি রয়েছে তাদের নিয়মিত ল্যাবে কম্পিউটার চর্চার পরামর্শ দেন তিনি। শিক্ষার গুণগত মানোন্নয়ন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার মনোরম পরিবেশ বজায় রাখার গুরুত্বারাপ করে সকলকে করোনা ভ্যাকসিন গ্রহণের আহবান জানান প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান।
মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান (ডাবলু)সহ কলেজ জিবি’র সদস্য ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha