মাগুরার মহম্মদপুরে ট্রলির সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে বাবুল আক্তার (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। আজ মঙ্গলবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা প্রভাসক জিহাদুল ইসলাম জানান, বাবুল আক্তার মৌফুলকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে মটরসাইকেলযোগে মহম্মদপুরে আসার পথে লক্ষিপুর এলাকায় পৌছলে অপর দিক থেকে ছুটে আসা দ্রুতগামী কাঠ বোঝায় ট্রলির ধাক্কায় তিনি এবং অপর দুই আরোহী স্ত্রী এবং সন্তান গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।
দুপুর একটার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুল শিক্ষক বাবুল আক্তারের মৃত্যু হয়। তিনি উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
মটর সাইকেলের অপর দুই আরোহী স্ত্রী ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জেসমিন আক্তার ও সন্তান পলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ফারহান কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত ট্রলিটি নিয়ে চালক পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha