আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৯ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৮, ২০২৩, ১১:২৪ এ.এম
মাসের পর মাস ধরে শূন্য নলছিটি ভূমি অফিস এসিল্যান্ড এর পদ

ঝালকাঠির নলছিটি উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের গুরুত্বপূর্ন পদটি দীর্ঘ ৭ মাস ধরে খালি রয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৩ জুলাই নলছিটি উপজেলায় কর্মরত সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার অন্যত্র বদলি হওয়ার পরে আর কেউ এই পদে যোগদান করেননি।
এর আগে মো. সাখাওয়াত হোসেন দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তার সময়ে উপজেলা ভূমি অফিস একটি দূর্নীতিমুক্ত অফিস হিসেবে পরিচিতি লাভ করেছিল। সেবা নিতে আসা মোঃ আমিন হোসেন জানান, আমি একটি নামজারির জন্য আবেদন করেছিলাম কাজের ধীরগতির কারণে তা পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। নিজের ব্যক্তিগত কাজ রেখে একাধিকবার ভূমি অফিসে আসা যাওয়া করতে হয়েছে।
অনলাইন সিস্টেমে নামজারি ২৮দিনে নিস্পত্তি হওয়ার কথা থাকলেও আমারটি করতে ৫৫দিন লেগেছে। ভূমি অফিস ছাড়াও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সময়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভুমিকা পালন করে থাকেন এই দপ্তরের কর্মকর্তা। উপজেলা ভূমি অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন জানান,সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকায় কিছুটা হলেও কাজের গতি শ্লথ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha