ফরিদপুরে উলাশী সৃজনী সংঘ উই (WEE) প্রকল্পের আওতায় তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে,(১৮ জানুয়ারি) বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর সদর উপজেলা হল রুমে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহাদ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহির রায়হান, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শিবলী নোমান, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন, সাফল্য নারী উদ্যোক্তা তানিয়া পারভীন, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরি বেগম প্রমুখ।
সেমিনার অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। (উই) প্রকল্প নারী উদ্যোক্তাদের দ্রুত সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত হয়েছে। এক্ষেত্রে, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ-কর্মশালা, নারী উদ্যোক্তাদের অধিকার আদায়ে প্রভৃতি ক্ষেত্রে (উই) প্রকল্পটি সহযোগিতা করে আসছে। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য (উই) প্রকল্পের মাধ্যমে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন ও সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক সাথী। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন।
সেমিনারে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, পরিবারের বেকারত্ব যুবকগণ অংশগ্রহণ করেন।