রাজবাড়ী জেলার পাংশা পৌরশহরের মাগুড়াডাঙ্গী নিজ গ্রামে বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারী সকালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন স্বাচিপ সভাপতি প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান। বৃহস্পতিবার সকালে পাংশা মহিলা কলেজ, মাগুড়াডাঙ্গী গ্রামবাসী ও বালিয়াকান্দির বকচর নামযজ্ঞ কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এ সময় পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান (ডাবলু), পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান সরিষা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরিষা বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুস সোবাহান, বকচর নামযজ্ঞ কমিটির সভাপতি নিতাই মন্ডল, উৎপল কুমার বিশ্বাস, অনুপ কুমার বিশ্বাস, জহরলাল মন্ডল, বিকাশ কুমার বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রফেসর ডাঃ এম ইকবাল আর্সলান উপস্থিত সকলকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নমূলক কর্মকান্ড জনসাধারণের মাঝে তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।