ফরিদপুরের আলফাডাঙ্গা টগরবন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হুসাইন শেখকে কুপিয়ে হাতের কব্জি প্রায় বিছিন্ন করেছে সেই সাথে দুই পায়ের কটি ভেঙে রক্তাক্ত জখম করেছে দুর্বত্তরা। বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে বড়বাগ নিজ গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
মুমূর্ষ অবস্থায় হুসাইনকে প্রথম কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। হুসাইন শেখ বড়বাঘ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য কুদ্দস শেখের ছেলে।
হুসাইনের ভাগ্নে রাজু জানান, হুসাইদের একটি বাড়ি সংস্কারের কাজ থাকায় নিজেদের অন্য বাড়িতে ঘুমাতে যাওয়ার সময় মসজিদের কাছে পৌছালে সেখানে ওৎ পেতে থাকা ১০-১২জন দুর্বত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। রাজু আরও জানান, দুর্বত্তদের হুসাইন চিনতে পেরেছে হুসাইনের অপারেশন শেষে তার জ্ঞান ফিরলে তারা থানায় অভিযোগ করবেন।
ওসি ওয়াহিদ্জ্জুামান বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫