আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১৬, ২০২৩, ৯:৫৯ এ.এম
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা বিভাগ দক্ষিণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার সকাল ৯ঃ০০ টায় শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পি এ এ।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি শামীম হক, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, কোষাধক্ষ কাজী গোলাম মহিউদ্দিন তসলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রণব কুমার মুখার্জি, কামরুজ্জামান কামরুল, আজাদ হোসেন, জাভেদ পারভেজ শাহীন, আবাহনী ক্রীড়া চক্রের যুগ্ম সম্পাদক আলী আজগর মানিক।
এরপর টুর্নামেন্টের প্রথম খেলায় মোকাবেলা করে গোপালগঞ্জ জেলা দল বনাম শরীয়তপুর জেলা দল ।এতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গোপালগঞ্জ জেলা দল ২ উইকেট হারিয়ে ৭ ওভারে ৩৫ রান সংগ্রহ করে। এই সংবাদ লেখা পর্যন্ত খেলাটি চলছিল।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha