মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী বীরবিক্রম শহীদ খবিরুজ্জামানের স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে তাঁর জন্মস্থান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর গ্রামে শনিবার (১৪ জানুয়ারী) বেলা ১১টার সময় “বীরবিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা এবং উদ্বোধক হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পাংশা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. শফিকুল মোরশেদ আরুজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর এম.এ মাজেদ, সড়ক ও জনপদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা শফিউজ্জামান মৃধা, এলজিইডি- রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী খান ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মো. সজিব হোসেন উপস্থিত থাকবেন।
জানা যায়, পাংশা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে বীরবিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণকারী সংস্থা এক্সপোর্ট এন্ড ইমপোর্ট, রাজবাড়ী। প্রকল্পের প্রাক্কলিত মূল্য ৩৫ লাখ ৯৬ হাজার ১৩৭ টাকা এবং চুক্তিমূল্য ৩৪ লাখ ১৬ হাজার ৩৩০ টাকা। বীরবিক্রম শহীদ খবিরুজ্জামান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha