ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর জবেদা বেগম (৯৫) কে হত্যা মামলার এক পরোয়ারা ভুক্ত আসামী ইমরান ফকির (ইদ্দাম) (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভল্লবদী ইউনিয়নের কামাইদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার ভারপ্রাপ্ত ওসি সুব্রত গোলদারের নেতৃত্বে এস আই হান্নান, এএস আই নাজমুল হক সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা গেছে গ্রেফতারকৃত আসামী ওই গ্রামের মৃত্যু মজিদ ফকিরের ছেলে। আসামী ইমরান (ইদ্দাম) এর নামে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ৩ টি মামলা রয়েছে।
উল্লেখ্য ২০১৭ সালে কামাইদিয়া গ্রামের আদেল ফকিরের স্ত্রী নি:সন্তান জবেদা বেগম এর সৎ ছেলে ফকির মিয়া কতৃক জমি লিখে নেওয়া এবং ফেরৎ দেওয়া কে কেন্দ্র করে গ্রাম্য পতিপক্ষের পক্ষপাতিত্বের কারনে জবেদা বগেম কে হত্যা করা হয়েছিলো।
উক্ত ঘটনায় নিহতের এক ভাতিজা বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং সালথা থানা জি আর ৭১/১৭। এই মামলার পলাতক আসামী ইমরান ফকির (ইদ্দাম) ২৮ কে গ্রেফতারের অপেক্ষায় মূলতবী পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত ওসি সুব্রত গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। তিনি জানান, থানায় যত গ্রেফতারী পরোয়ানা আছে সব আসামীদের কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha