নিহত সুমনের পরিবারের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সুমন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যান। আবার ফিরে আসেন। এরই ধারাবাহিকতায় ৫ দিন আগে বাড়ি থেকে বের হন। আপন ইচ্ছাই ফিরে আসবে ভেবে পরিবার থেকে আর তেমন একটা খোঁজ করা হয় না।
কিন্তু বুধবার সকালে বাড়ির পাশে পুকুরে সুমনের ব্যবহৃত কম্বল ভাসতে দেখে সন্দেহ হয়। পুকুরে নেমে কম্বল ধরে টান দিলে সুমনের লাশ বেরিয়ে পড়ে। থানা পুলিশকে খবর দেয়ার পর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে পুকুর থেকে সুমনের লাশ উদ্ধার করে।
|
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহত সুমনের শরীরে আঘাতের কোন চিহৃ নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha