আজকের তারিখ : জানুয়ারী ৩, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৩, ২০২১, ৬:০৮ পি.এম
ফরিদপুর প্রেসক্লাবকে ২০ লাখ টাকার অনুদান দিলেন শারমিন গ্রুপ
ফরিদপুর প্রেসক্লাবের চলমান উন্নায়ন কাজে ২০ লাখ টাকার অনুদান দিলেন শারমিন গ্রুপের মোহাম্মাদ ইসমাইল হোসাইন।
আজ শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ অনুদানের ঘোষণা দেন।
শিল্পপতি ইসমাইল হোসাইন এসময় বলেন, সাংবাদিকেরা সমাজের বিবেক কিন্তু কর্মজীবনে তাদেরকে নানাবিধ প্রতিকূলতার সম্মুখিন হতে হয়। বিশেষ করে জেলা শহরের সাংবাদিদের নানা কষ্ট সহ্য করতে হয়। উন্নয়নের স্বার্থে আমাদের এইসকল সাংবাদিক ভাইদের কথাও ভাবতে হবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে।
এসময় তিনি ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নে ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মশিউর রহমান খোকন, শহর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাজ্জাদ হোসেন রনি, শেখ সাইফুল ইসলাম, রেশাদুল হাকিম, হাসানউজ্জামান, আ ত ম আমির আলী, মনিরুল ইসলাম, হারুন আনসারী, মফিজুর রহমান শিপন, বেলাল চৌধুরী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha