বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপি সুলতান মেলায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় নড়াইলের কুড়িরডোব মাঠে এ হাড়িভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামীন এ খেলা দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। আয়োজক কমিটির সিদ্ধান্ত মোতাবেক শতাধিক ৪০উর্ধ বয়সী এ হাড়িভাঙ্গা প্রতিযোগিতা অংশগ্রহন করতে পারবে। এ নিয়মের মধ্যে ৫০বছর বয়সী পুলিশ সদস্য আফতাব হোসেন একমাত্র হাড়ি ভাংতে পেরে বিজয়ী হয়।
এ দিকে মঙ্গলবার বেলা ১১ টায় নড়াইলের সুলতান মঞ্চে দু’শতাধিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বাংলাদেশসহ ৭টি দেশের শিল্পীদের অংশগ্রহনে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী, গ্রামীন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্পীর কর্মময় জীবনের ওপর সেমিনার। ২০ জানুয়ারী মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে।
মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক খেলনাসহ দেড় শতাধিক দোকানি তাদের বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha