আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৮, ২০২৩, ৪:৫৮ পি.এম
আওয়ামী লীগের পুনরায় প্রেসিডিয়াম মেম্বার মনোনীত হওয়া আব্দুর রহমানকে শুভেচ্ছা জানালো দলীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ আওয়ামী লীগে দ্বিতীয়বার জনাব আব্দুর রহমান প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকায় আসলে তাঁকে শুভেচ্ছা জানাতে আসেন দলীয় নেতাকর্মীরা।
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে নিজ বাড়িতে আসার তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী- আলফাডাঙ্গা-মধুখালী) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে ভীড় জমায়।
শুভেচ্ছা জানাতে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল বোস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকারম মিয়া বাবু ও শ্রমিক লীগের সাবেক সভাপতি শেখ আক্কাস হোসেনসহ মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আব্দুর রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha