আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৮, ২০২৩, ৪:৩৩ পি.এম
পূবালী -১ লঞ্চের প্রক্সি ট্রিপে বরগুনাগামী নলছিটির সুগন্ধা নদীর চরে আটকা অথৈ -১ লঞ্চ

ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলকার সুগন্ধা নদীর চরে যাত্রী নিয়ে কুয়াশায় আটকা পড়েছে বরগুনাগামী লঞ্চ এমভি অথৈ-১। রবিবার (৮ জানুয়ারি) ভোরে ঘন কুয়াশায় চরে উঠিয়ে দেয় যাত্রীবাহী লঞ্চটি। পরে লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের অর্ধেক ভাড়া দিয়ে নামিয়ে দেয়। যাত্রীরা ট্রলারে করে লঞ্চ থেকে নেমে সড়কপথে বরগুনা যান।
এম ভি অথৈ-১ লঞ্চের কয়েকজন যাত্রী জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা সদরঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশে যাত্রা করে এমভি অথৈ-১ লঞ্চ। রাতে কুয়াশার মধ্যে চালক ধীরে ধীরে চালিয়ে আসছিলেন। ঝালকাঠি নলছিটি উপজেলার আমিরাবাদ আসলে কুয়াশায় সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ভোরে চালক লঞ্চটি সুগন্ধা নদীর চরে উঠিয়ে দেন।প্রচণ্ড ঠাণ্ডায় যাত্রীরা লঞ্চের ভেতরেই আশ্রয় নেন। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপদে চরে নামার জন্য অনুরোধ করে। পরে খবর পেয়ে নলছিটি লঞ্চঘাট এলাকা থেকে কয়েকটি ট্রলার এসে যাত্রীদের নামিয়ে দেয়।
লঞ্চের সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন পূবালী ১ লঞ্চের প্রক্সি ট্রিপ দিতে আমরা গতকাল ঢাকা সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্য যাত্রা করি কিন্তু কুয়াশার কারণে চালক সামনে কিছুই দেখছিলেন না। এদিকে, পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল। জাহাজটিকে পাশ কাটাতে গিয়ে লঞ্চটি চরে উঠে যায়। পরে যাত্রীদের অর্ধেক ভাড়া দিয়ে নামিয়ে দেওয়া হয়। লঞ্চটি রাতে জোয়ার আসলে পানিতে নামানোর চেষ্টা করা হবে। অন্যথায়, বিকল্প উপায়ে লঞ্চটিকে নামানোর ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha