ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৩৪ তম আউটলেট শাখার উদ্বোধন হয়েছে।বুধবার সকালে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি এস এম আকরাম হোসেনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফরিদপুর জেলা শাখা ব্যাবস্থাপক মুহাম্মাদ আব্দুশ শুকুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলফাডাঙ্গা পৌর আ’লীগ সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমান। আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল হক শিকদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক সভাপতি সেকেন্দার আলম, আল-আরাফাহ্ ইসলামী আউটলেট আলফাডাঙ্গা শাখা ব্যবস্থাপক এস এম হাফিজুর রহমান, বোয়ালমারী উপজেলা শাখা ব্যবস্থাপক মো. ইনামুল হক, পৌর কমিশনার হারুন অর রশীদ, সাংবাদিক মো.ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুবউদ্দিন ফরিদী।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।