পাবনার ঈশ্বরদীতে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামীসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরদী পৌরসভার শৈলপাড়া বারো কোয়ার্টার মহল্লার মৃত নুর উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৪৮) এবং তার ভাতিজা একই মহল্লার জামাল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২৪।
গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি।
শুক্রবার (০৬ জানুয়ারী) বিকেলে র্যাব-১২ পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন ক্যাম্পের স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান।
তৌহিদুল মবিন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনার একটি দল শুক্রবার ভোররাতে ঈশ্বরদীর শৈলপাড়া বারো কোয়ার্টার এলাকায় বসতবাড়ি থেকে মামুন হত্যা মামলার এক নম্বর আসামী কামাল উদ্দিন ও তিন নম্বর আসামী তার ভাতিজা হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব তিনি।
গত বুধবার (০৪ জানুয়ারী) রাতে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আহত রকি ও সুমন নামের আরও দু’জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত মামুনের মা লিপি আক্তার বাদি হয়ে বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) মধ্যরাতে চারজনকে নামীয় ও আরও ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha