আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৮:৩৬ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৬, ২০২৩, ৪:২৭ পি.এম
চার দিনেও সূর্যের মুখ দেখেনি উপজেলাবাসিঃ নগরকান্দায় শীতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ

সারা দেশেই শীত জেকে বসেছে। পৌষের কনকনে হাড় কাপানো শীতে কাবু হয়ে পড়েছে ফরিদপুরের নগরকান্দার খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার চাঁদরে ঢাকা থাকে প্রকৃতি। হিমেল হাওয়ার সাথে কনকনে শীত অনুভূত জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছেন মারাত্মক বিপাকে। ফলে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হচ্ছে সীমাহীন ভাবে। এতে করে নগরকান্দায় গত চার দিন যাবৎ সূর্যের দেখা মেলেনি।
গত কয়েক দিন ধরেই নগরকান্দায় শীত বাড়ার সাথে সাথে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ ও গবাদিপশু নিয়ে বৈশি ভোগান্তিতে পড়েছেন। গতকাল শুক্তবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গত কয়েক দিন থেকে ঘন কুয়াশা সাথে শীতের তীব্রতা বেড়ে চলেছে। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষি কাজে নিয়োজিত শ্রমিক, ইট ভাটায় কর্মরত দুস্থ ও নিম্ন আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে।
বিশেষ করে সারাদেশের মধ্যে পিয়াজ চাষে খ্যত এ উপজেলায় পিয়াজ লাগানো উপযুক্ত সময় এখনই। আর এ কাজে নারী, পুরুষ, বয়স্ক ও শিশুরা এ কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিকে তীব্র শীত অন্যদিকে হিমেল হাওয়ায় তাদের পিয়াজ রোপনের ব্যহত হচ্ছে। তবুও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীত শরীরে জড়িয়ে কাজ করতে হচ্ছে তাদের। শীতে চরমে উঠেছে এখানকার শ্রমজীবী মানুষের দুর্ভোগ। শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে বয়স্ক ও শিশুরা।
এ ছাড়াও ভিক্ষুকেরা পড়েছেন মহা দূর্ভোগে। প্রতিদিন বাড়ী বাড়ী ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তারা। তীব্র শীত সাথে হুহু করপ আসা হিমেল হাওয়ায় তারা আর বাড়ী বাড়ী ঘুরতে পারছেন না।
সাভার গ্রাম থেকে ভিক্ষা করতে পৌর শহরে আসা ৫৮ বছর বয়সী সুফিয়া খাতুন জানান, প্রতিদিন বাড়ী বাড়ী ঘুরে দেড় শত থেকে দুই শত টাকা পাওয়া যায়। আজ শুক্রবার একটু বেশী হওয়ার কথা। কিন্তু ঠান্ডা বাতাসের মধ্যে কোথাও যাইতে পারছিনা। এখন কেন রকম বাড়ীতে পৌছাতে পারলে জানডা বাঁচবে।
এছাড়া উপজেলায় ছিন্নমূল, দরিদ্র আর নিম্নআয়ের মানুষ হাড় কাঁপানো শীত উপেক্ষা করে পেটের তাগিদে কর্মের সন্ধানে বের হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha