আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৫৮ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৬, ২০২৩, ১:৪৫ পি.এম
ফুটবল ইভেন্টে শুভ সূচনা করল ফরিদপুর সদর উপজেলা দল
শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস এর ফুটবল ইভেন্টে শুভ সূচনা করেছে ফরিদপুর সদর উপজেলা দল । শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত প্রতিযোগিতার ছেলে ও মেয়ে উভয় বিভাগেই প্রতিপক্ষ মধুখালী উপজেলা দলকে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা দল ।
প্রতিযোগিতার মহিলা ইভেন্টে মধুখালী উপজেলা দলকে ৯-০ গোলে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা দল। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করেন সাহারা ও টুকটুকি এ ছাড়া একটি করে গোল করেন লিপিকা বিথী ও রিম। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়েছিল।
অপরদিকে ছেলেদের ফুটবলে ফরিদপুর সদর উপজেলা ২-০ গোলে মধুখালী উপজেলা কে পরাজিত করে শুভ সূচনা করেন। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন সাকিব ও সোহেল। খেলার প্রথমার্ধ বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক ইকবাল আহসান চৌধুরী পি এ এ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha