কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় গোলাম মোস্তফা (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন পথচারী।
৫ জানুয়ারি বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ওই এলাকার বাসিন্দা। তিনি হোসেনাবাদ বাজারের জেআর পরিবহনের কাউন্টার মাস্টার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আহতরা হলেন- মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাদল হোসেন, আফফান জোয়াদ্দার এবং মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকার সাবেক ইউপি সদস্য বাহারুল ইসলাম।
|
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, হোসেনাবাদ বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি চার পথচারীকে ধাক্কা দেয়। এতে আহত চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোস্তফার মৃত্যু হয়। অন্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫