আজকের তারিখ : ডিসেম্বর ২৪, ২০২৪, ১:১৫ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৫, ২০২৩, ৫:৫৯ পি.এম
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো ফরিদপুর জেলা দল
ইয়াং টাইগার অনুর্ধ ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা দল। আজ বৃহস্পতিবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা গোপালগঞ্জ জেলা দলকে ৬ উইকেট পরাজিত করেন।
নির্ধারিত ৪৮ ওভারের এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গোপালগঞ্জ জেলা দল ১৪৪ রানে অলআউট হয় । জবাবে ফরিদপুর জেলা দল ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে।
বিজয়ী দলের পক্ষে রাসেল অপরাজিত থাকেন ৫২ রানে। তাছাড়া বল হাতে তিনি একটি উইকেট লাভ করেন তাকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ।
সভায় বক্তারা ফরিদপুর দল চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানান । তারা বলেন এ ধরনের টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং তারা ফরিদপুরের প্রতিনিধিত্ব করবে দেশের প্রতিনিধিত্ব করবে। আগামী দিনে বিভিন্ন ধরনের খেলার আয়োজন ও খেলোয়াড় তৈরিতে জেলা ক্রীড়া সংস্থা কে আরো তৎপর হওয়ার নির্দেশনা দেন । এবং এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।
এদিকে এই টুর্নামেন্টে ফরিদপুর জেলা দলের প্রথমবারের মতো ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ নুরুল ইসলাম। এই সফলতা তার জীবনের সবচেয়ে বড় সফলতা বলে দাবি করেন তিনি। গুরুত্বপূর্ণ এই খেলা আম্পায়ারিং করেন জহিরুল ইসলাম জিন্নাহ ও দীপন কুমার ঘোষ। স্কোরার মামুন হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha