ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নে আজ বুধবার সকালে দুই সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা গেছে, আকোটের চর ইউনিয়নের সারেঙ্গ গ্রামের আজাহার মৃধার কন্যা আসমা আক্তার(২৮) এর সাথে চরবিষ্ণপুর ইউনিয়নের গনি মাতুব্বর ডাঙ্গী গ্রামের নালু পত্তনদারের ছেলে হান্নান পত্তনদারের সাথে প্রায় ৮ বছর পূর্বে বিবাহ হয়।
বিবাহের পর থেকে স্বামী, শ্বাশুরী ও শশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে শ্বাশরুদ্ধ করে তাকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে বলে নিহত স্বজনদের অভিযোগ।
সদরপুর থানার এস আই নিপুন মজুমদারের সাথে কথা হলে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে লাশ উদ্ধার করে সুরোতহাল করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয় এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha