ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ছাত্রলীগের দলীয় কার্যালয়ে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: টিটু এর সভাপতিত্বে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ সুজা, নব নির্বাচিত পৌর মেয়র আলী আকসার ঝন্টু, আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের সহ আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫টি বছর পার করেছে। সামনের দিনে গৌরবের এই ধারাবাহিকতা বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে সকলকে উদাত্ব আহ্বান করেন।
প্রিন্ট