ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নে ব্রাক্ষণ জাটিগ্রাম যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিন ব্যাপী ঐতিহ্যবাহী ব্রাক্ষণ জাটিগ্রাম মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা থেকে আগত মাওলানা আব্দুর রহমান ছিদ্দিকী।
প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা জামে মসজিদের ইমাম ও খতিব মোল্লা আব্দুর রহমান। বিশেষ বক্তা ব্রাক্ষণ জাটিগ্রাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াছিন হাইদার ছিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেদন শাহ্ হজ্ব কাফেলা চেয়ারম্যান ও আরএমজি বিডি নিউজ২৪.কম সম্পাদক কবির আহম্মেদ লিনজু এসময় তিনি মঞ্চে উঠে সংক্ষিপ্ত ওয়াজ করেন। ওয়াজ মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন লেবাস সোয়েটার ইন্ডাঃ লিমিটেড চেয়ারম্যান তাজমিনুর রহমান তুহিন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।