আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৮:২১ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৩, ২০২৩, ৮:২৯ পি.এম
নলছিটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ

ঝালকাঠির নলছিটিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ ও জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ৬৬টি কৃষি উপকরণ বিতরণ এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
এসময় আমু বলেন, আওয়ামীলীগ সরকার ও শেখ হাসিনা আপনাদের কি দিয়েছে তা বাড়িতে বসে ভেবে দেখবেন। শহরে বসবাসকারী মানুষের চেয়ে আপনারা গ্রামের মানুষ অনেক ভাল আছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে জনগণ ভাল থাকেন, দেশের উন্নয়ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha