আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০১ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ২, ২০২৩, ৬:৪৭ পি.এম
ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চারটায় ফরিদপুর শহরের সদর হাসপাতালের সামনে থেকে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রদল ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সৈকত হাসানের নেতৃত্বে সংগঠনের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠু, সিনিয়র সহ সভাপতি মনির হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম, খায়রুল ইসলাম রোমান, সহ-সভাপতি মেহদী হাসান বাবু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সহ- সংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মহানগর যুবদলের সভাপতি সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশ থেকে নেতৃবৃন্দ দলকে আরও গতিশীল ও সুসংঠিত করতে প্রত্যেক নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন আগামীর সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে এবং আগামীর নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী সরকারকে উৎখাত করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha